মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : লেঃ কর্ণেল আতিক চৌধুরী
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : লেঃ কর্ণেল আতিক চৌধুরী
বরকল প্রতিনিধি :: (১০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৫মি.) রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা জোন এর উদ্যোগে ঐ এলাকায় অসহায় ১৮৬টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ৫৪ জন এসএসসি ও দাখিল পরিক্ষাথীদের মাঝে নগদ অর্থ অনুদানসহ ৯টি দুস্থ পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল ২২ জানুয়ারী সোমবার সকালে ছোটহরিণা জোন সদরে এসব কম্বল ও নগত অর্থ বিতরণ করেন বাংলাদেশ বর্ডার গার্ড ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. আতিক চৌধুরী বিএসপি।
এ সময় উপস্থিত ছিলেন ছোটহরিণা জোনের সুবেদার মেজর টি এম সামসুল আলম সিদ্দিকি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র নিতে আসা মো. দেলুয়ার হোসেন ও দ্বীপক চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, শীতের প্রকোপ বেশি হওয়ায় আমাদের প্রত্যান্ত অঞ্চলে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত শীতে কাবু হচ্ছে এবং অসুস্থ্য হয়ে পড়ছে। বিজিবি’র হরিণা জোন আমাদের শীত নীবারণের জন্য শীতবস্ত্র, এসএসসি পরিক্ষারথীদের মাঝে নগদ অনুদান, গরীব দুস্থদের মাঝে নগদ টাকা, অসুস্থ্যদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যান্ত প্রশংসনীয়। আমরা এলাকাবাসি খুশি।
বিতরণ কালে জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. আতিক চৌধুরী সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন পার্বত্য জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নায়নে হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নগদ অর্থ প্রদান করার উদ্যোগ নিয়েছি। হরিণা জোনের, জোন সদর, প্রতিটি বিওপি, সিআইও এবং ক্যাম্প এর অধিনস্থ এলাকায় প্রায় ১০৫৫ টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও ২৫০ গরীব দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ অনুদানসহ ৫৪ জন এসএসসি পরিক্ষাথীদেরকে নগদ টাকা অনুদান প্রদান করেছি, এছাড়া ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন/ হরিণা জোন এর উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ায়/গ্রামে মেডিকেল ক্যাম্প স্থাপন করে এলাকাবাসিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।