মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা
ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা
এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে :: (১০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের একটি রয়েল বেঙ্গল টাইগারকে (বাঘ) পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসি। আমাদরে বাগরেহাট জলো প্রতনিধিি এস.এম. সাইফুল ইসলাম কবরি এর পাঠানো তথ্যর ভিত্তিতে জানা যায় সংশ্লষ্টি সূত্রে জানা গছেে আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে সুন্দরবন থেকে প্রায় ৬ কি.মি. লোকালয়ে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে একটি ক্ষুদার্ত বাঘ লোকালয়ে ঢুকে বাঘটি একটি মৎস্য ঘেরে ঢুকে দুই ব্যক্তিকে আক্রমণ করে। বাঘটি এলাকাবাসীর ওপর হামলা করে। এ সময় আতঙ্কিত গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে লাঠিসোটা নিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে গ্রামবাসীর পিটুনিতে বাঘটি মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ভিলেজ টাইগার রেসপন্স কমিটির (ভিটিআরটি) কর্মী বারেক হাওলাদার, মামুন, নাছির, আমজাদ ও রুম্মান নিহত বাঘটিকে উদ্ধার করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে গুলিশাখালী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা শেখ খায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬ফুট লম্বা বাঘটির মরদেহ জিউধরা ফরেষ্ট ক্যাম্পে নিয়ে যান।
বাঘটির মরদেহ উদ্ধারকারী ভিটিআরটি সদস্য বারেক হাওলাদার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, ভোররাতে ক্ষুধার্ত এই বাঘ খাবারের সন্ধানে লোকালেয়ে ঢুকে কয়েকজনকে আক্রমণ করে।মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, আহত ৪জনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এদের মধ্যে গুরুতর জখমী মাসুম দলালকে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এতে গুলিশাখালী গ্রামের ছাব্বির সরদার(২২), আলামীন গাজী(২৫), ছরোয়ার হোসেন দলালের মাসুম দলাল(৩০) ও ভিটিআরটি সদস্য মজিবর সরদার আহত হন। পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।