বুধবার ● ২৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বানান বিভ্রাটের কারনে আলোচনায় মওদুদীবাদের স্বরূপ উন্মোচন সমাবেশ
বানান বিভ্রাটের কারনে আলোচনায় মওদুদীবাদের স্বরূপ উন্মোচন সমাবেশ
সিলেট প্রতিনিধি :: (১১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) সিলেট জেলায় প্রতি বছর ‘মুসলিম যুব সমাজ’ নামক একটি সংগঠন ‘মওদুদীবাদের স্বরূপ উন্মোচন’র সমাবেশ করে। এর প্রচার প্রচারনাও করা হয় ব্যাপকভাবে। নগরজুড়ে তৈরী করা হয় তোঁড়ন, গেইট। এছাড়াও মিনি ট্রাকে করে মাইকিং করা হয় সারা নগর জুড়ে।
তবে এবারের ‘স্বরূপ উন্মোচন’ সমাবেশ শুরুতেই বিতর্কের জন্ম দিয়েছে। আর এই বিতর্কের সৃষ্টি হয়েছে বানান বিভ্রাটের কারনে।
সিলেটের বন্দর বাজারের প্রবেশমুখে টানানো গেইটের ব্যনারে ‘স্বরূপ উন্মোচন’ স্থলে লেখা রয়েছে ‘ মওদুদী সাহেবের সড়ক উদ্বোধন’ মাহফিল-১৮।
বন্দর বাজারে টানানো এই গেইটের ছবি তুলে অনেকেই ফেইসবুকে আপলোড করেন, আর সাথে সাথে ছবিটি এক আইডি থেকে অন্য আইডিতে শেয়ার হতে থাকে। ভাইরালকৃত গেইটের ছবিতে অনেকেই নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।
কেউ কেউ বলছেন আয়োজকরা ‘স্বরূপ’ শব্দকে ‘সড়ক’ ‘উন্মোচন’ শব্দকে ‘উদ্বোধন’ মনে করে থাকতে পারেন।
আবার অনেকেই মন্তব্য করেছেন যে, প্রিন্টিং ভুলের কারনে এরকম হয়ে থাকতে পারে।