বুধবার ● ২৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে ডিম উৎসবের আয়োজন
ঈশ্বরদীতে ডিম উৎসবের আয়োজন
ঈশ্বরদী প্রতিনিধি :: (১১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৮মি.) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভাড়ইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার দুপুরে ডিম উৎসবের আয়োজন করা হয়। শিশুদের প্রাণিজ আমিষ, ডিমের চাহিদা পূরণ ও পুষ্টির যোগান দিতেই মূলতঃ ডিম উৎসবের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক এসএম রবিউল ইসলামসহ স্থানীয় পোল্ট্রি চাষিরা এ দু’ বিদ্যালয়ের ১ হাজার ৩’শ জন শিক্ষার্থীকে একটি করে মুরগীর বয়েল ডিম প্রদান করেন। ডিম উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুগারক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।
রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। ঈশ্বরদীর প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. মোস্তফা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা, রোজ এগ্রো প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এম এ আজিজ ও খায়রুল গ্রুপ অব ইন্ডাস্টিজ এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. খায়রুল ইসলাম।