![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন
বিশ্বনাথে স্বামীর হাতে স্ত্রী খুন
বিশ্বনাথ প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) সিলেটের বিশ্বনাথে স্বামী হেলাল মিয়ার হাতে লুবনা বেগম নামের এক স্ত্রী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, স্বামীর হাতে জীবনসঙ্গী খুন হয়েছেন। নিহতের লাশ ওসমানী হাসপাতালে মর্গে রয়েছে। কি কারণে স্বামী তার স্ত্রীকে খুন করেছে তা খতিয়ে দেখা হবে। ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে লুবনা বেগমকে খুন করা হয়।