শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ঠাকুরগাঁওয়ে ১শ বস্তা গুটি ধান লুট করেছে দুবৃত্তরা
ঠাকুরগাঁওয়ে ১শ বস্তা গুটি ধান লুট করেছে দুবৃত্তরা
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (১৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪০মি.) ঠাকুরগাঁওয়ে হাস্কিং মিলের নাইট গার্ডকে অচেতন করে ১শ বস্তা ধান লুট করে নিয়ে গেছে দুবৃত্তরা। এ ঘটনায় মিল মালিক গত বুধবার অজ্ঞাতনামা ৮/১০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা কাশিডাঙ্গায় আব্দুল হালিমের হাস্কিং মিলে এ ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যয় আব্দুল হালিম রাতে মিল ত্যাগ করে বাড়ি চলে যান। মিলে নাইট গার্ড সুরেশ চন্দ্র সেন পাহারায় ছিলেন। মাঝরাতে ৮/১০ জনের একটি অজ্ঞাতনামা দুস্কৃতিকারী একটি ট্রাক নিয়ে মিলে গিয়ে মালিক আব্দুল হালিমকে খোজ করে। নাইট গার্ড তাদের কথার জবাব দেয়ার মুহুর্তেই দুস্কৃতিকারীরা সু-কৌশলে রুমাল দিয়ে তার মুখ ঢাকলে সে জ্ঞান হারায়। পরদিন বুধবার সকালে আব্দুল হালিম মিলে এসে দেখে সুরেশ চন্দ্র অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং মিলের ভিতরে ১শ বস্তা গুটি ধান লুট করেছে কে বা কাহারা। নাইট গার্ডকে চিকিৎসা শেষে জ্ঞান ফিরিয়ে তার কাছে বিস্তারিত শোনেন। পরে আব্দুল হালিম ঠাকুরগাঁও থানায় অজ্ঞাতনামা ৮/১০ জন দুস্কৃতিকারীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত লুটকৃত ধান উদ্ধার করতে পারেনি।