শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য শান্তিময় চাকমা আহত
প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য শান্তিময় চাকমা আহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে শান্তিময় চাকমা (৩২) নামে এক ইউপিডিএফ সদস্য আহত হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার ৪মাইল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শান্তিময় চাকমা পানছড়ির পুজগাং এলাকার চিন্তা বষন চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একজন সদস্য।
ঘটনার পরপরিই স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তার পায়ে ও বুকে গুলি লাগে বলেও জানা যায়।
এ ঘটনার জন্য ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’কে দায়ী করে ইউপিডিএফ পক্ষ থেকে জানানো হয়, বেলা পৌনে ১১টার দিকে রাপ্রু মারমা ও মিলন ত্রিপুরার নেতৃত্বে ছয় সদস্যর একদল দুর্বৃত্ত দু’টি মোটরসাইকেল যোগে ৪ মাইলে গিয়ে ইউপিডিএফ সদস্য শান্তিময় চাকমার ওপর গুলি চালায়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রধান সংগঠক সচিব চাকমা তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেক মুহাম্মদ আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।