শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » প্রধানমন্ত্রীর সিলেটে আগমনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা
প্রধানমন্ত্রীর সিলেটে আগমনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা
সিলেট প্রতিনিধি :: (১৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) পূণ্যভূমি সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষ্যে আজ ২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও নব গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ আর শাকিলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ সিরাজ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র,
এড. সামছুল ইসলাম, জুবেন খান, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সদরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাবু, যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস এর সভাপতি আব্দুল সালাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার প্রমুখ।