শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঠাকুরগাঁও » ঠাকুরগাওয়ে কলেজে ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান
ঠাকুরগাওয়ে কলেজে ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৫মি.) ঠাকুরগাও জেলার রানীশংকলৈ উপজলোর নকেমরদ আইডয়িাল স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৮ ব্যাচ বিদায় উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ওই বিদ্যালয় ও কলেজের নবাগত শিক্ষার্থীদের অভিষেক, পথিকৃৎ এর মোড়ক উম্মোচন ও সাংস্কৃিতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের পরিচালনা পর্যদের চেয়ারম্যান কাজী মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, গেষ্ট অব অনার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান আইনুল হক, জেলা পরিষদ সদস্য ও রানীশংকৈল উপজেলা আ’লীগৈর সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলিমুদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ৈর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম মিরা, নেকমরদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম, সোনালী ব্যাংক কর্মকর্তা দবিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ শাহ জালাল জুয়েল।
পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি দুটি আকর্ষনীয় গান পরিবেশন ও সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটার কবিতা আবৃতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি ব্যতিক্রমী হয়ে ওঠে। শেষে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।