শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি সরকারী কলেজ শাখা গাউছিয়া কমিটি গঠন
রাঙামাটি সরকারী কলেজ শাখা গাউছিয়া কমিটি গঠন
ষ্টাফ রিপোর্টার :: (১৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) আজ ২৭ জানুয়ারী শনিবার শহরের রাঙামাটি সরকারী কলেজ শাখা গাউছিয়া কমিটি গঠনকল্পে এক আলোচনা সভায অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেছেন, নবী রাসুলের প্রেম ও আদর্শ নিয়ে আগামীতে সকলকে এগিয়ে যেতে হবে। নবী ও রাসুলের আদর্শ লালন পালন করলে জীবনে যেমন সুখ শান্তি ও সমৃদ্ধি হবে তেমনি আখেরাতেও শান্তি পাওয়া যাবে। মুসুলমানদের প্রতিটি ঘরে আহলে সুন্নতের শিক্ষায় শিক্ষিতি করে তুলতে হবে। গাউছিয়া কমিটিতে অস্ত্রবাজ ও জঙ্গিবাদের কোন স্থান নেই উল্লেখ্য করে বক্তারা বলেছেন, ইসলামের কোন জায়গায় এসব অপকর্মকারীদের স্থান নেই। বক্তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে শরিয়ত মোতাবেক চলাফেরা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
রাঙামাটির রিজার্ভ মুখস্থ গাউসিয়া কমপ্লেক্য্রে গাউছিয়া কমিটি রাঙামাটি সরকারী কলেজ শাখা কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত আহবান জানান।
আলহাজ্ব লোকমান কোম্পানীর সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মাহবুব এলাহী সিকদার, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার সহ-সভাপতি আলহাজ্ব মো. আলা উদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান সেলিম, যুগ্ন সম্পাদক আলহাজ্ব মো. লোকমান কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী ও চট্টগ্রাম উত্তর জেলার দাওয়াতে খায়ের সম্পাদক আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী প্রমূখ।
আলোচনা শেষে মো. ইব্রাহীম রেজা চৌধুরীকে আহবায়ক, মো. হাসান,মো. হোসেনকে যুগ্ন আহবায়ক ও মো. আলাউদ্দিকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি সরকারী কলেজ শাখা গঠন করা হয়।