রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » বিজিবি’র হরিণা জোন এর উদ্যোগে দুস্থ গ্রামবাসীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
বিজিবি’র হরিণা জোন এর উদ্যোগে দুস্থ গ্রামবাসীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
বরকল প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৩৮মি.) রাঙামাটি জেলার বরকল উপজেলায় গতকাল ২৭ জানুয়ারি শনিবার বিজিবি’র হরিণা জোন এর উদ্যোগে ঐ এলাকায় বড় হরিণা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থ গ্রামবাসীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন হরিনা জোনের মেডিকেল অফিসার মেজর মো. ফায়সাল। চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী আগত রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়।
স্কুলের শিক্ষক সুসময় চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান এই নিয়ে দ্বিতীয় বারের মতো হরিনা জোনের উদ্যোগে স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তিনি বলেন আশেপাশে বিস্তীর্ণ এলাকায় কোন হাসপাতাল নেই। ফলে দুরর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ্য জনগনের কাছে চিকিৎসার মতো একটি মৌলিক অধিকার অপ্রতুল । সেখানে বিজিবি’র হরিনা জোনের এই উদ্যোগ প্রশংসনীয়। এরকম ক্যাম্পেইন আরো বেশি হওয়া প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য পার্বত্য রাঙামাটি জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নায়নে হরিণা জোনের জোন কমান্ডার অধিনায়ক লে. কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি এর নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হরিণা জোন তথা ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চালু থাকলে শীতের দিনে সাধারন মানুষের ভিষণ উপকার হবে বলে স্থানীয়রা মনে করেন।