রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » জনপ্রিয় অনলাইন পত্রিকা নীলফামারীনিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জনপ্রিয় অনলাইন পত্রিকা নীলফামারীনিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নীলফামারী প্রতিনিধি :: (১৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৫৮মি.) জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনে নীলফামারী থকে প্রকাশিত জেলার জনপ্রিয় ও সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা ‘নীলফামারীনিউজ টুয়োন্টিফোর ডটকম’র তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল শনিবার ২৭ জানুয়ারী নীলফামারী পৌরসভা অডিটোরিয়াম কক্ষে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পত্রিকার উপদেষ্টা সম্পাদক হাসান রাব্বী প্রধানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা সম্পাদক আতিয়ার রহমান বাড্ডা।
প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনপ্রিয় নারীনেত্রী আরিফা সুলতানা লাভলী ও নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আলম সিদ্দীকি দুলাল ।
শুরুতে কোরআন থেকে পাঠ করেন খাদেমুল মোরসালীন।
সভায় বক্তব্য দেন নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, সাংবাদিক প্রভাষক আজহারুল ইসলাম রাজা, প্রভাষক নারায়ণ চন্দ্র রায়, নীলফামারীনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক ড. হোসেন তাহমিদ ইমাম মুক্তা ও নির্বাহী সম্পাদক জাহিদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, নীলফামারীবাসীর আস্থা ও নির্ভরতার অনলাইন পত্রিকা ‘নীলফামারীনিউজ’ একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পত্রিকা। এটি নীলফামারীবাসীদের সুখ-দুঃখ নিয়ে কাজ করে। সভা শেষে পত্রিকা প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এর আগে নীলফামারীনিউজের এডিটর ইন চিফ মহিবুল্লাহ্ আকাশের তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।