শনিবার ● ৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর জন্য বনপা’র দাবি
অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর জন্য বনপা’র দাবি
ঢাকা প্রতিনিধি:: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর দাবি জানিয়ে তথ্য সচিবকে চিঠি দিয়েছেন ৷ গত ১লা ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ নিয়ে সরকারি-বে-সরকারি ও স্টেকহোল্ডারদের সমন্বয় সভায় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর মৌখিক দাবির পাশাপাশি তিনি তথ্য সচিব মর্তুজা আহমেদকে বনপা’র পক্ষ থেকে লিখিত চিঠি দিয়েছেন ৷
চিঠিতে উল্লেখ করা হয়েছে-দেশের রাজধানীসহ বিভিন্ন বিভাগ,জেলা,ও উপজেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের উদ্যোগ গ্রহন করায় বনপা’র পক্ষ থেকে অভিনন্দন ৷ আমরা যারা নিজ উদ্যোগে ওয়েভ সাইট নির্মাণ করে নিয়মিত সংবাদ প্রচার করছি তারা সরকারের কাছ থেকে নিউজ পোর্টাল নিবন্ধন করতে আগ্রহী৷ আমরা প্রিন্ট মিডিয়ার মত পেতে চাই সরকারের দেয়া নানা সুযোগ-সুবিধা৷ তবে বনপা’র পক্ষ থেকে আমাদের আবেদন যেহেতু ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি বিদস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সেহেতু ১৫ই ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেয়া সম্ভব নয় ৷ সুতরাং ১৫ই ডিসেম্বর ঘোষিত শেষ তারিখ সংগত কারণে পেছানোর জন্য বনপা’র পৰ থেকে জোর দাবি জানাচ্ছি ৷
বনপা’র চিঠি পাওয়ার পর অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য সচিব ৷ এ ব্যাপারে আগামী রোববার অথবা সোমবার সিদ্ধান্ত নেয়া হবে বলে বিশ্বস্তসুত্রে জানা গেছে ৷