রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » লংগদুতে স্কুল ছাত্রীদের মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ শুরু
লংগদুতে স্কুল ছাত্রীদের মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (১৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৯মি.) রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে লংগদু উপজেলা সদরে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গতকাল ২৭ জানুয়ারি শনিবার স্কুল ছাত্রীদের অংশ গ্রহনে এক মাসব্যাপি ক্রিকেট খেলার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জানে আলম মাসব্যাপি ক্রিকেট খেলার প্রশিক্ষণ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা ও রাজিব ত্রিপুরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় ও লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের ৩০জন ছাত্রী অংশ গ্রহন করেছে। প্রধান অতিথি বলেন বর্তমানে দেশের মেয়েরা খেলাধূলায় অনেকদূর এগিয়েছে এবং দেশ বিদেশে বিভিন্ন খেলায় অংশ গ্রহন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেছে। লংগদু উপজেলায় স্কুল ছাত্রীদের জন্য ক্রিকেট প্রশিক্ষনের সুযোগ করে দেয়ার জন্য জেলা ক্রীড়া কর্মকর্তাকে প্রধান অতিথি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলার প্রশিক্ষণ গ্রহনে মনসংযোগ হতে ও অনুশীলন করে একজন ভালো খেলোয়াড় হিসাবে তৈরী হতে পরামর্শ দেন। দেশের বিভিন্ন খেলোয়াড়দের উদাহরন দিয়ে জেলা ক্রীড়া কর্মকর্তা স্বাগতিক বক্তব্যে বলেছেন, শুধু পড়ালেখা শিখে জীবনের উন্নতি করা যায় না, খেলাধূলা শিখেও জীবনের উন্নতি করা যায় এবং মানুষের মত মানুষ হওয়া যায়। মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ প্রদান করবেন লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা।