রবিবার ● ২৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় অপহৃত শিশু তাহিয়াকে ভালুকায় উদ্ধার : গৃহকর্মীর স্বামী আটক
ঢাকায় অপহৃত শিশু তাহিয়াকে ভালুকায় উদ্ধার : গৃহকর্মীর স্বামী আটক
ময়মনসিংহ অফিস :: (১৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৭মি.) রাজধানী ঢাকা থেকে অপহৃত তিন বছরের শিশু তাহিয়াকে ভালুকার ভরাডোবা ফাঁড়ির সামনে থেকে অপহরণের ১০ ঘন্টা পর গতকাল শনিবার রাত দশটায় উদ্ধার করেছে ময়মনসিংহের ভালুকায় পুলিশ ফাঁড়ির এ এস আই উজ্জল হোসেন। এসময় শিশুটির বাসার গৃহকর্মীর স্বামী অপহরণকারী ওমর ফারুককে আটক করা হয়।পরে রাতেই শিশু তাহিয়াকে তার মায়ের কোলে তোলে দেয়া হয়।
ময়মনসিংহের ভালুকা ভরাডোবা পুলিশ ফাঁড়ির এ.এস.আই উজ্জল হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, গতকাল শনিবার রাতে ফাঁড়ির সামনে ডিউটি করার সময় রাত ১০টার দিকে একটি লেগুনায় শিশুটিকে প্রচন্ড কান্না করতে দেখে আমার সন্দেহ হলে এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে রাখা ব্যক্তি ওমর ফারুকে জিজ্ঞাসা করলে তার কথায় অসংলগ্নতা দেখা দেয়। এসময় শিশু সমেত ওমর ফারুকে ভালুকা থানায় নিয়ে এসে থানার ওয়্যারলেসে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জানতে পারি ঢাকার রমনা থানায় একটি অপহরণ মামলা হয়েছে। পরে রমনা থানায় যোগাযোগ করে তার পরিবারকে জানানোর পর রাত ১টার দিকে শিশু তাহিয়া আলমকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, অপহরণকারী ওমর ফারুককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের সময় আমাকে জানায়, তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়। কিন্তু সে ও তার স্ত্রী ঢাকার মগবাজারের বাসিন্দা আশরাফুল আলম খান এর বাসায় কাজ করার সুবাদে অভাবের তাড়নায় পরে মালিকের একমাত্র কন্যাকে অপহরণ করে ৫০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু ঘটনার পর থেকেই শিশটির কান্না থামানো সম্ভব হচ্ছিল না। কান্নাকাটি করায় ভরাডোবা ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়েছে। পরে রাতেই রমনা থানা পুলিশের কাছে আসামীকে সোপর্দ করার পাশাপাশি শিশু তাহিয়া আলমকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হয় বলে আরও জানান ওসি।