সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আলোঘর প্রকল্প’র ইমপেক্ট স্টাডি রির্পোট শেয়ারিং কর্মশালা
খাগড়াছড়িতে আলোঘর প্রকল্প’র ইমপেক্ট স্টাডি রির্পোট শেয়ারিং কর্মশালা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্স এর যৌথ অর্থায়নে পরিচালিত কারিতাস আলোঘর (লাইট হাউজ) প্রকল্প’র খাগড়াছড়ি এরিয়া আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস আলোঘর প্রকল্পে’র ইমপেক্ট স্টাডি রির্পোট শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের খাগড়াছড়ি এরিয়ার কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন’র জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান, সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার এডিন চাকমা, ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা। এছাড়াও ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সত্য বিকাশ ত্রিপুরাসহ পেরাছড়া ও গোলাবাড়ী ইউ.পি সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইমপেক্ট স্টাডির প্রতিবেদন উপস্থাপন প্রদর্শন করা হয়। উপস্থাপন শেষে অংশগ্রহনকারীগণ মুক্ত আলোচনা সভায় বিভিন্ন পরার্মশ ও মতামত প্রদান করেন এবং প্রশ্নক্তোর মাধ্যমে আগামী দিনে কিভাবে দূর্বলদিক ও সীমাবদ্ধতা কাটিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় তা আলোচনা স্থান পায়।
মতামত পরামর্শে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান মূল্যবান মতামত ও পরার্মশে তিনি বলেন, দূর্গম পাহাড়ী এলাকায় শিশুদের ঝরে পড়া রোধ ও প্রাক-প্রাথমিক পর্যায়ে মানসম্মত মৌলিক শিক্ষা অধিকার লাভ নিশ্চিত করা।
প্রসঙ্গত, কারিতাস আলোঘর (লাইট হাউজ) প্রকল্প বিগত নভেম্বর ২০১১ হতে ২৭ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ৬ বছর পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করেছে। তারই ধারবাহিকতায় উক্ত প্রকল্পের মূল্যায়ন সম্পন্ন হয়। মূল্যায়ন ভিত্তিতে সাফল্য সীমাবদ্ধতা, দূর্বলদিক ও মূল্যায়ন টিমে কিছু মতামত, পরামর্শ উঠে আসে। সেই নিরিখে আজকের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।