রবিবার ● ৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » বিলাইছড়িতে মাসব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য-গীত ও হস্তশিল্প প্রশিক্ষণ সম্পন্ন
বিলাইছড়িতে মাসব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য-গীত ও হস্তশিল্প প্রশিক্ষণ সম্পন্ন
সুব্রত দেওয়ান,বিলাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটির বিলাইছড়িতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনসটিটিউট এর উদ্যোগে”ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ণাঢ্য সংস্কৃতি চচার্, প্রসার, উন্নয়ন ও সংরক্ষণ” বিষয়ক কর্মসূচির আওতায় আয়োজিত ৩০দিন ব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য-গীত ও হস্তশিল্প বুনন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়েছে ৷
শনিবার বিকাল ৪ টায় উপজেলার দীঘলছড়ি স্টেডিয়ামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনসটিটিউট এর পরিচালক রনেল চাকমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনসটিটিউট এর সাবেক পরিচালক সুগত চাকমা (ননাধন), ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনসটিটিউট এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মুজিবুল হক বুলবুল, চাঁদ রায় ও মৃত্তিকা চাকমা প্রমূখ৷
আলোচনা শেষে নৃত্য-গীত ও হস্তশিল্প বুনন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণসহ একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।