মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক
ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (১৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) ঠাকুরগাঁওয়ের ইকো পাঠশালা এন্ড কলেজ ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পাওয়ায় গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারকে এ সংবর্ধনা দেয়া হয়। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এসময় কলেজের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র্যালী রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসেন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।