বুধবার ● ৩১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সিলেটে সুরই বিবি হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন
সিলেটে সুরই বিবি হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন
সিলেট প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) সিলেটে সুরই বিবি হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
আজ ১জানুয়ারী বুধবার দুপুরে সিলেটের মহানগর অতিরিক্ত দায়রা আদালতের জজ মো. আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
দক্ষিণ সুরমার সিলাম নয়াপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র আব্দুস শহীদ ও দক্ষিণ সুরমার কাজির খলা গ্রামের মৃত নজু মিয়ার পুত্র সালিক মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের দুজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং সেই সাথে ২০ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মামলার অপর দুই আসামীর একজন কাজিরখলা গ্রামের আব্দুল খালিকের পুত্র রাজু আহমদ রাজুর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অন্য আসামী আগেই মৃত্যুবরণ করেন।
আদলতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মাসুক আহমদ জানান, দক্ষিণ সুরমা কাজিরখলা গ্রামের সুরই বিবি হত্যার অভিযোগে তার কন্যা অ্যাডভোকেট জাহানারা বেগম বাদী হয়ে ২০১০ সালের ২৪ অক্টোবর ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলাটি দায়ের করেন।