শুক্রবার ● ২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ড : নিহত-১ আহত-১০
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ড : নিহত-১ আহত-১০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে চলন্ত বাসে ট্রাকের ধাক্কা লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘটনাস্থলেই গাড়িতে আটকা পড়ে বাস চালক আগুনে পুড়ে নিহত হয়। এতে আহত হন আরো ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদটি লেখা পর্যন্ত নিহত চালকের পরিচয় সনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নং (ঢাকা-মেট্রো-ব-১১-৬৮২) উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে পৌছামাত্রই পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে মারাত্মক ভাবে ধাক্কা দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। এ সময় ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। দুর্ঘটনার সময় পাশেই পুলিশ চেক পোষ্টে থাকা শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। সবার চোখের সামনেই জ্বলে পুড়ে অঙ্গার হলেন বাস চালক। এ ব্যপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এ প্রতিবেদককে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে নিহত বাস চালকের পরিচয় পাওয়া না গেলেও তিনি নিহতকে এই গাড়ীর হেলপার বলে দাবী করেন। স্থানীয় লোকদের অভিযোগ হাইওয়ে পুলিশের চেকপোষ্টের কারনে ট্রাককে ধাওয়া করলে ঘন কুয়াশায় এই দূর্ঘটনা ঘটে। এই অভিযোগ প্রত্যাখান করে হাইওয়ে পুলিশের এসআই নজরুল ইসলাম বলেন, এ সময় ঘটনাস্থলে পুলিশের কোন চেকপোষ্ট ছিলনা আর ধাওয়ার কোন ঘটনা ঘটেনি।