মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয় : ওবামা
যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয় : ওবামা
অনলাইন ডেক্স :: ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াইকে কোনোভাবেই ইসলাম ধর্মের সাথে আমেরিকার লড়াই বলা যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় এক বোমা হামলায় দেশটির চৌদ্দজন নাগরিক নিহত হওয়ার ঘটনাকে একটি সন্ত্রাসবাদ উল্লেখ করে ওবামা বলেন, ‘এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এ হামলার জন্য যে সন্ত্রাসী গোষ্ঠী সমর্থক বলে দাবী করছে আমরা তাদেরকে সমূলে ধ্বংস করে দেবো।’
ক্যালিফোর্নিয়ার ওই হামলা সম্পর্কে গতকাল দেশটির ওভাল অফিসের এক ভাষণে এমন কথা বলেন ওবামা। তিনি তার বক্তব্যে কট্টর পন্থার বিরুদ্ধে এ যুদ্ধে আমেরিকার মুসলমানদের অংশগ্রহণ করার জন্যও আহবান জানান।
উল্লেখ্য ক্যালিফোর্নিয়ার হামলা চালানো দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক পুলিশের হামলায় নিহত হওয়ার পরে তাদের ফেসবুক পেজ থেকে জানা যায় এই দম্পতি আইএসের অনুসারী ছিলেন।