রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাটাখালি খালের ঝুঁকিপূণ ব্রিজটি অবশেষে ভেঙ্গেই গেলো
কাটাখালি খালের ঝুঁকিপূণ ব্রিজটি অবশেষে ভেঙ্গেই গেলো
বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৮মি.) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের শেষ সীমায় অবস্থিত মরা সুরমা নদীর কাটাখালি খালের মুখে নির্মিত ঝুঁকিপূণ ব্রিজটি অবশেষে ভেঙ্গেই গেলো ।
এই ব্রিজটি ২০০৫ সালে নির্মাণ করা হয়েছিলো। এলাকাবাসী ব্রিজটি ব্যবহার করতে না পারায় ২০১১ সালে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়। ঐ সংবাদটি প্রকাশিক হওয়ার পর এপ্রোচের কাজ করা হলেও ব্র্রিজের দু’পাশে মাটি ভরাট না করায় দূর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। একপর্যায়ে স্থানীয় ব্যক্তি উদ্যোগে তৈরি বাঁশের দিয়ে মই বানিয়ে ব্র্রিজের উপর দিয়ে যাতায়াত করেন। গত বছরের ১৯ জুলাই স্থানীয় একটি পত্রিকায় ফের সচিত্র সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের নিদের্শে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও প্রকৌশলী’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তাৎক্ষণিক ব্র্রিজটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। তখন ব্র্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দশ দিনের মধ্যেই সুদৃশ্য, মজবুত ও শিশু বান্ধব বাশের সাঁকো তৈরির সিদ্ধান্ত নেন এবং বর্ষার কারণে ব্র্রিজ সংস্কার সম্ভব না হওয়ায় শুকনা মৌসুমে প্রকল্প গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেন। কিন্ত নিন্মমানের ব্রিজটি হওয়ায় সংস্কার করার পূর্বেই সম্প্রতি একেবারেই ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এই ব্রিজের উপর দিয়েই উপজেলার বাওনপুর, তবলপুর ও মুছেদর গ্রামের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে ছৈফাগঞ্জ দাখিল মাদ্রাসা সহ ছৈফাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।