রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বাস্থ্যমন্ত্রীর নিকট চট্টগ্রাম দন্ত চিকিৎসক কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান
স্বাস্থ্যমন্ত্রীর নিকট চট্টগ্রাম দন্ত চিকিৎসক কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান
চট্টগ্রাম প্রতিনিধি :: (২২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৯মি.) শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যবান্ধব কর্মসূচী গ্রহণ করেছে। সরকারের স্বাস্থ্যনীতি বাস্তবায়নের ফলে স্বাস্থ্যসেবার সুযোগ পাচ্ছে জনগণ এবং সকল জনগোষ্ঠীও শহরের নাগরিকরা স্বাস্থ্যসেবার সমান সুযোগ সুবিধা পাচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এ কর্মসূচি সফল করতে এবং পরিকল্পিত আধুনিক ডিজিটাল স্বাস্থ্যনীতি বাস্তবায়নে পেশাজীবী চিকিৎসকদের পাশাপাশি ডিপ্লোমা ডেন্টালদের এগিয়ে আসতে হবে। সরকার ইতিমধ্যে পল্লী চিকিৎসকদের ও ডিপ্লোমা ডেন্টালদের পেশার উন্নয়নে প্যারামেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ গ্রহন করেছে , যা দ্রুত বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রামে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা বলেন।চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি ও বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি মো. জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক অভিজিৎ দে রিপনের নেতৃত্বে গতকাল ৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় চট্টগ্রাম নগরীর চশমাহিলস্থ মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর সাথে মতবিনিময় এবং ডিপ্লোমা ডেন্টালদের অধিকার ও স্বীকৃতি আদায়ে স্মারকলিপি প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে পেশাজীবী চিকিৎসকদের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়। তিনি সাধারণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারে কর্মসূচী বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখায় ও দায়িত্বশীল অবদান রাখায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন সাধারণ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। সরকার ডিগ্রীধারী চিকিৎসকদের পাশাপাশি ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসকদের প্রশিক্ষণ পূর্বক দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড গঠনেরও পরিকল্পনা গ্রহণ করছে। চিকিৎসকরা সম্মিলিত ভাবে স্বাস্থ্যসেবা উন্নয়নে এগিয়ে এলে সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচী শতভাগ সফল হবে বলে মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক কল্যাণ সমিতির মিনহাজউদ্দিন, মবিন সিকদার, জয়া ভট্রাচার্য, নাছিরউদ্দিন, হারুনুর রশীদ, জয়া ভট্টাচার্য, কানু দাশ ও রাজেশ্বর ধর বাসু ।