![রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/2035-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৩মি.) নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখায় তাদের পুরস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৩৭ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাঃ শফিকুল আলম। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার আলী কাদীর এবং উপজেলা নির্বাচন অফিসার তৌফিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কে এম কাউছার হোসেন প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কামান্ডার সাইফুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন আত্রাই উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা গোলাম শহিদুর রাব্বানী।
এ সমাবেশে তিন শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অংশ নেন।
সমাবেশে আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অবদান রাখায় আনসার সদস্যদেরকে পুরস্কার প্রদান করা হয়।