সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বর্তমান সরকার শতভাগ শিশুকে স্কুলগামী করতে পেরেছে : গণশিক্ষা মন্ত্রী
বর্তমান সরকার শতভাগ শিশুকে স্কুলগামী করতে পেরেছে : গণশিক্ষা মন্ত্রী
ময়মনসিংহ অফিস :: (২২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৪৩মি.) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন ‘বর্তমান সরকার এমডিজির লক্ষ্য অর্জনে শতভাগ শিশুকে স্কুলগামী করে সবার জন্য শিক্ষা এ কথাটি প্রতিষ্ঠিত করতে পেরেছে।’
রবিবার ৪ ফেব্রুয়ারি সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার সাথে সর্ম্পকিত সকল কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরও বলেন,দেশের কেউ আর শিক্ষা থেকে বঞ্চিত হবেনা। সব শ্রেণি-পেশার মানুষ এখন শিক্ষা গ্রহণ করায় ‘সবার জন্য শিক্ষা এ বিষয়ে বাংলাদেশ অনেক দুর এগিয়েছে। তাই সরকারের এ লক্ষ্য অর্জনে সেইসাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকগনের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম সালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বিজয় ভূষণ পাল, জেলা প্রশাসক কৃষিবিদ মো. খলিলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।
ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের চার জেলার শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।