সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » পুঠিয়ায় দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ নিহত-৩ : সড়ক অবরোধ
পুঠিয়ায় দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ নিহত-৩ : সড়ক অবরোধ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৮মি.) রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষাথীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সড়িয়ে দিয়েছে। ঘটনায় পুঠিয়া বাজারে চলছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সড়ক থেকে শিক্ষাথীদের সড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পুঠিয়া তারাপুর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হন।
নিহতরা হলেন : পুঠিয়া বাজার এলাকার কাবিলের ছেলে রাকিবুল হোসেন (১৬), মোমিনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৬)। মোস্তাফিজুর রহমানের বাবা সেনা সদস্য মোমিন (৩৫)। তার বাবা মৃত জাফের আলী। বাড়ি পুঠিয়া ভাল্লুকগাছি ইউনিয়নের তেলিপাড়া এলাকায়। নিহত দুই ছাত্র পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী।
জানা গেছে, বানেশ্বরের দিক থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে পুঠিয়া তারাপুর এলাকা এদুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনা স্থলে তিনজন নিহত হন। ঘটনা স্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌছে উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। শিক্ষাথীরা বানেম্বরের ইসলামী উচ্চ বিদ্যালয়েতাদের পরীক্ষার কেন্দ্র ছিলো।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানায়, নিহত শিক্ষারা পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঘটনা স্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌছে উদ্ধারে কাজ করছে।