সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বরকলে শীতবস্ত্র বিতরণ
বরকলে শীতবস্ত্র বিতরণ
বরকল প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটির দূর্গম বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে দেড়শতাধিক শীত বস্ত্র (কম্বল) বিতরণ করলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
আজ ৫ফেব্রুয়ারী সোমবার বরকল উপজেলার সদর ইউনিয়নের পাবলিক ক্লাব এবং কুরকুটিছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, ২নং বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুুল আমিন ফরাজী, বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চিংহেন রাখাইন’সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নের্তবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তরা বলেন, শীত আসলেই এই পাহাড়ের অসহায় দুস্থ মানুষেরা প্রচন্ড কষ্টে ভোগে। কনকনে প্রচন্ড শীতের কারণে অসহায় শীতার্ত এ মানুষগুলো একটু উষ্ণতা পেতে কত কিছুই না করে। সমাজের বিত্তবানরা সামর্থ থাকার পরও শীতার্তদের এড়িয়ে যাওয়া কোনভাবেই কাম্য নয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়ে মানবিক হাত প্রসারিত করতে সমাজের বিত্তশালী ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান বক্তরা।