সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » সন্মান পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন
সন্মান পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি :: (২৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৫মি.) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চুড়ান্ত পরীক্ষার সূচি পরিবর্তনের দাবিতে ২য় দিনের মতো মানববন্ধন করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষা নয়, শিক্ষা চাই প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় চাই এই স্লোগানে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ মানববনন্ধন পালন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুুন, ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন। পরে কলেজ অধ্যক্ষের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সম্মান চুড়ান্ত বর্ষের পরীক্ষার সময় সূচি ঘোষণা করেছে। আর আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা যেখানে অধিকাংশ ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মানউন্নয়ন পরীক্ষা রয়েছে। অর্থাৎ যার মানউন্নয়নে পরীক্ষা আছে তাকে আগের দিন ৩য় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরের দিন ৪র্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষায় বসতে হবে। যাক কখনোই সম্ভব নয়। তাই এই রুটিন অতি শীঘ্রই পরিবর্তনের জন্য জোর দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের এই দাবি মানা না হলে সামনে আরো বড় ধরনের কর্মসূচি হাতে নেবার হুঁশিয়ারি দিয়েছে মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা।
এরপর কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর স্মারক লিপি জমা দেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর ২০১৩-১৪ বর্ষের ৩য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়। আর এই শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের ফরম পূরণ শেষ হয় গত ৩১ জানুয়ারি। এর পরপরই গত ১ ফেব্রুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়। রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি । আর এর আগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের পরীক্ষা শুরু হবে ১৩ ফেব্রুয়ারি।