মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে যুবদলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১০
ময়মনসিংহে যুবদলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১০
ময়মনসিংহ অফিস :: (২৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.১৪মি.) ময়মনসিংহে দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান মাসুদ ও সাংগঠনিক সস্পাদক সুলতান আহমেদসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের সময় পুলিশের তিন কর্মকর্তা আহত হন।
এসময় ৩ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সোমবার ৫ ফেব্রুয়ারি বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয় ।
তার আগে রবিবার ৪ ফেব্রুয়ারি রাত থেকে সোমবার ৫ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত নগরীর জেলা স্কুল মোড়সহ পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। অন্য আসামিরা হলেন কাওসার (২০) ও শাহজাহান (৪০)।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় ৫ ফেব্রুয়ারি পুলিশের বিশেষ অভিযানে নগরীর জেলা স্কুল মোড় এলাকায় তল্লাশি চালিয়ে কাওসার ও শাহজাহান এবং সোমবার দুপুরে খন্দকার মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও দ্রুত বিচার আইনে একাদিক মামলাও রয়েছে।
অপরদিকে ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল(৩২)কে রবিবার রাতে গ্রেফতার করতে গিয়ে আহত হয়েছেন এসআই সাইদুল ইসলাম, এসআই সুমন মিয়া ও এসআই মাহমুদুল হাসান।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলপুর থানা রোড বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি কার্যালয়ের সামনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন টুটুল। এ সময় টুটুলকে আটকানোর চেষ্টা করে পুলিশ। টুটুল মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটর সাইকেলের ধাক্কায় তিন অফিসার ছিটকে পড়ে আহত হন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম মাহবুব আলম এ থানার তিন পুলিশ আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, টুটুলকে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় পুলিশের তিনজন অফিসার আহত হয়েছেন।