মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ২৬ লাখ টাকা ছিনতাই, আহত ৪
গাজীপুরে ২৬ লাখ টাকা ছিনতাই, আহত ৪
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে বিডি ফুড লিমিটেডের ২৬ লাখ টাকা দুর্বৃত্তরা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷
৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর রোভারপল্লী এলাকায় এ ঘটনা ঘটে ৷
এ ঘটনায় বিডি ফুডের কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে ৷ আহতরা হলেন- ক্যাশিয়ার বেলাল হোসেন (৩০), সিকিউরিটি গার্ড আবুল কালাম (৩৫), মো. শাহাদাত (৩২) ও ড্রাইভার লিটন (৪৫)৷ তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে ৷
বিডি ফুড লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল জাহের ও আহতরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য বেলা ১১টার দিকে ওই চারজন গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ইসলামী ব্যাংক থেকে টাকা তোলেন ৷ পরে টাকা নিয়ে একটি মাইত্রোবাসে কারখানায় যাচ্ছিলেন ৷ তারা মাস্টারবাড়ি- মির্জাপুর সড়কের বাহাদুরপুর রোভারপল্লী এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি বাস থেমে যায় ৷ এতে তাদের মাইক্রোবাসটিও থামাতে হয় ৷ এ সময় বাস থেকে কয়েকজন এবং দুটি মোটরসাইকেলে আসা আরো পাঁচজন পিস্তল ও লোহার রড নিয়ে মাইক্রোবাসে হামলা চালায় ৷ হামলাকারীরা ওই চারজনকে মারধর করে ২৬ লাখ ১০ হাজার ২৭৭ টাকা ছিনিয়ে নিয়ে যায় ৷
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম আমাদের প্রতিনিধিকে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ আপলোড : ৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.২০মিঃ