মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে ড্রিমল্যান্ড স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী
ঠাকুরগাঁওয়ে ড্রিমল্যান্ড স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী
ঠাকুরগাঁও প্রতিনিধি :: (২৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০২মি.) ঠাকুরগাঁও শহরের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি) মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
বিদ্যালয়ের সভাপতি প্রফেসর আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ,এম.শাহজাহান সিদ্দিক ও অধ্যক্ষ আজহার উদ্দিন তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া দিয়ে তৈরী করার চেষ্টা করবেন না। তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। টাকা কামানোর মেশিনে পরিনত করবেন না; তাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষে পরিনত করেন। যে সন্তান আপনার কাজে লাগে, বাবা মার কাজে লাগে, সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে, এমন সন্তান তৈরী হোক আমাদের। আমাদের টাকা কামানোর মেশিনের দরকার নেই। এ সময় বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।