মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিদ্যুত্ ও জ্বালানি সপ্তাহ পালিত
গাজীপুরে বিদ্যুত্ ও জ্বালানি সপ্তাহ পালিত
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: বিদ্যুত্ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ‘আলোর পথে আরো এগিয়ে’ শ্লোগানকে সামনে রেখে গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে গাজীপুর জেলা শহরে এবং গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ৷
৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়৷ পরে জেলা প্রশাসনের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে ৷ অপর দিকে মঙ্গলবার সকালে গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে ৷
গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অসীম কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান ৷
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল, গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম (কারিগরি) শেখ মোহাম্মদ আলী, ছায়াবিথী জোনের ডিজিএম নূরুল হুদা, এজিএম মো. মনিরুল ইসলাম, কো-অর্ডিনেটর বিপ্লব কুমার চৌধুরী প্রমুখ ৷
অপর দিকে, “আলোর পথে আরো এগিয়ে” শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় বিদ্যুত্ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে৷
মঙ্গলবার সকালে জাতীয় বিদ্যুত্ ও জ্বালানী সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুত্ বিভাগের উদ্যোগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে ৷
সভায় আনুষ্ঠানিকভাবে জাতীয় বিদ্যুত্ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধন করা হয় ৷
কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় গাজীপুর পল্লী বিদ্যূত্ সমিতির পরিচালক আলহাজ্ব মোঃ নুরুল আলম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ জোনাল অফিস ডিজিএম মো. হযরত আলী, উপজেলা প্রকৌশলী বদরুল আজম, কৃষি কর্মকর্তা শহীদ নুর আকবর প্রমূখ ৷
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, নির্বাচন কর্মকর্তা মো. জহুরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, এলাকা পরিচালক মোঃ মতিউর রহমান, মেহেরুনি্নসা (শফিকা), কালীগঞ্জ জোনাল অফিসের কর্মচারী, গণ্যমান ব্যক্তিবর্গ, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ আপলোড : ৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৪.৩০মিঃ