বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপি’র ৩২ নেতা-কর্মী আটক
খাগড়াছড়িতে বিএনপি’র ৩২ নেতা-কর্মী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৩মি.) খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মী আটক হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএনপি ও ছাত্রদলের তিনজন, মানিকছড়িতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ ১১জন, মহালছড়ি উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. নবীসহ ৪ জন, পানছড়ি উপজেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আওলাদসহ ৪জন, দীঘিনালা উপজেলা ছাত্রদলের মো. ওসমান গনিসহ ৫জন, এছাড়া লক্ষ্মীছড়িতে ২জন, মাটিরাঙায় একজন রামগড় একজন ও গুইমারায় একজন বিএনপির নেতা-কর্মী আটক হয়েছে।
এছাড়া এখনো অভিযান অব্যাহত থাকায় গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া গ্রেফতারী পরোয়ানা ছাড়া বিএনপির নেতা-কর্মীদের বাড়ী-ঘরে তল্লাশি ও গণগ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।