বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ : আটক-৩
গফরগাঁওয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ : আটক-৩
ময়মনসিংহ অফিস :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৫০মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগে জামায়াত ও যুবদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।আর গৌরিপুরে পরিত্যক্ত অবস্থায় চারটি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ভোর সোয়া ৫টার দিকে উপজেলার গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া শাহজাহানের ইটভাটার সামনে এ একটি এবং মঙ্গলবার বিকেল ৫টার দিকে গৌরিপুর উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড় এলাকা থেকে ওই পেট্রল বোমা উদ্ধারের ঘটনা ঘটে।
গফরগাঁওয়ের ঘটনায় মঙ্গলবার দুপুরে গফরগাঁও থানার সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় গফরগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৩ নেতা-কর্মীর নাম উল্লেখ ছাড়াও আরো ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খানের নেতৃত্বে অভিযান চালানোর সময় গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া শাহজাহানের ইটভাটার সামনে আসতেই একদল সন্ত্রাসী পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করলে গাড়ির সামনে বিস্ফোরিত হয়। এ সময় পুলিশ গাড়ি থামালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে কালো কসস্টেপে মোড়ানো দু’টি তাজা ককটেল, লাল কসস্টেপে মোড়ানো একটি পেট্রল বোমা ও বিস্ফোরিত পেট্রল বোমার আলামত সংগ্রহ করে। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গফরগাঁও থানা জামায়াতে ইসলামের আমির এমদাদুল হক, যুবদল নেতা ইমরান ও শান্তকে আটক করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুল আহাদ খান বলেন, সন্ত্রাসীদের ছোড়া পেট্রল বোমাটি বিস্ফোরিত হলেও আমাদের গাড়িতে এসে না পড়ায় এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছি। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
অপরদিকে ময়মনসিংহের গৌরিপুর পৌর সদরের পূর্বদাপুনিয়া এলাকায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে ৪ টি তাজা পেট্রল বোমা উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে পূর্বদাপুনিয়া এলাকায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৪টি পেট্রল বোমা পুলিশ উদ্ধার করে।
গৌরীপুর থানার এস আই আসাদুজ্জামান জানান, গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পাশে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের বাউন্ডারি ওয়াল সংলগ্ন পরিত্যক্ত অবস্থায় ৪টি পেট্রল বোমাগুলো পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রল বোমাগুলো অক্ষত ও তাজা অবস্থায় উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, আগামি ৮ তারিখকে সামনে রেখে নাশকতা ও জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমাগুলো ওই স্থানে ফেলে রেখে যায় বলে আরো জানান তিনি।
এদিকে গৌরীপুর শহরে পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে আতংক বিরাজ করছে।