মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান : বাম মোর্চা
অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান : বাম মোর্চা
গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতিসংঘের পরিবেশ বিষয়ক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’ পুরস্কার গ্রহণের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পরিবেশ ধ্বংসকারী রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থগিত ঘোষণার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন বিপন্নকারী প্রকল্প অব্যাহত রেখে পরিবেশ রক্ষার জন্য পুরস্কার গ্রহণ প্রধানমন্ত্রী ও তার সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে। তারা বলেন, বাংলাদেশের জনগণের পাশাপাশি ইউনেস্কোসহ বিশ্ব সম্প্রদায়ও ইতোমধ্যে পরিবেশ বিপর্যয়কারী রামপাল বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে আসছেন। নেতৃবৃন্দ আশা করেন প্রধানমন্ত্রী তার হঠকারী উপদেষ্টা ও পরামর্শকদের খপ্পর থেকে বেরিয়ে আসবেন এবং সর্বনাশা রামপাল প্রকল্প স্থগিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মোশারফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, হামিদুল হক, অধ্যাপক আব্দুস সাত্তার, এড. আব্দুস সালাম, মানস নন্দি, শহীদুল ইসলাম সবুজ, কামরুল আলম সবুজ, মোমিনুর রহমান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ সুন্দরবন রক্ষায় ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আগামী ১৬-১৮ অক্টোবর ঢাকা থেকে সুন্দরবন অভিমুখী রোডমার্চ সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলের নির্যাতনের প্রতিবাদে সোচ্চার জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, চারজনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং দায়ী পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।
সভায় অপর এক প্রস্তাবে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তাসহ তাদের পুনর্বাসনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি) আপলোড : ২২ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.২০ মিঃ