মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » ডুয়েটে ছাত্রলীগের সংঘর্ষ: তদন্ত কমিটি
ডুয়েটে ছাত্রলীগের সংঘর্ষ: তদন্ত কমিটি
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৷
৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সভা শেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান নাসিমা আক্তারকে তদন্ত প্রধান করে এ কমিটি গঠন করা হয় ৷
এদিকে কর্তৃপক্ষের হলত্যাগের নির্দেশে সকালে আবাসিক হল ত্যাগ করেছেন ছাত্রীরা৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ৷
প্রসঙ্গত: ৭ ডিসেম্বর সোমবার বিকেল ৫টার দিকে কুদরত-এ খোদা আবাসিক হলে এক শিক্ষার্থীকে আসন দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ এ সময় দুই পক্ষের মারামারিতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হন ৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা শেষে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ পরে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ৷আপলোড : ৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৩৫মিঃ