বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কান্ডে জ্বললো নিজের ঘর : তার হামলায় আহত-৩
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কান্ডে জ্বললো নিজের ঘর : তার হামলায় আহত-৩
সিলেট প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫১মি.) কথায় আছে পাগল কিনা করে, এবার তার জ্বলন্ত প্রমান দেখলো সিলেটবাসী। নগরীর মদীনা মার্কেট এলাকায় কালিবাড়ি এলাকার কনাই মিয়ার পুত্র মানসিক রোগী জিলু মিয়ার পাগলামিতে জ্বললো নিজের ঘর, এবং তার হামলায় আহত হলো তারই আপন ভাই সুমন মিয়া।
সুমনকে রক্ষা করতে আসলে সে চড়াও হয় ৮নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী নোয়াপাড়ার ফয়জুল হক এবং জালালাবাদ থানার এ এস আই দেবাংশু উপর। তখন তার হামলায় তারাও আহত হন।
মানসিক রোগী জিলু মিয়া বটি (দা) দিয়ে সুমন মিয়া মাথায় কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। তার পর সে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনঘন্টা চেষ্টায় পুলিশ ও সাধারন সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এবং জালালাবাদ থানা পুলিশ নিজ বসতঘরে আগুন দেয়া সেই মানসিক ভারসাম্যহীন জিলু মিয়াকে উদ্ধার করে জালালাবাদ থানায় নিয়ে গেছেন। জালালাবাদ থানা পুলিশ সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আজ বুধবার বেলা ১-২০মিনিটের দিকে মদীনা মার্কেট কালিবাড়ি এলাকার কনাই মিয়ার পুত্র মানসিক রোগী জিলু মিয়া তরকারি কাটার দা নিয়ে তার পরিবারের সদস্যদের হামলা করে। এবং হামলার এক পর্যায়ে বটি(দা) দিয়ে নিজ ভ্রাতা সুমনের মাথায় কোপ দিলে তিনি মারাত্মক আহত হন।
পরিবারের সদস্যদের চিল্লাচিল্লিতে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে ৮নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী নোয়াপাড়ার ফয়জুল হকও আহত হন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এলে মানসিক ভারসাম্যহীন জিলু তাদের উপরও চড়াও হয়, এতে এএসআই দেবাংশুও আহত হন।
এরপর জিলু নিজ বাড়ীতে আগুন লাগিয়ে ঘরের ভেতরেই দা নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মিরা ঘটনাস্থলে এসে তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে । এবং পুলিশ ও জিলুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালিবাড়ি এলাকায় কনাই মিয়ার পুত্র জিলু মিয়া একজন মানসীক রোগী।