মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে দুই দিনব্যাপী শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস শুরু
গাজীপুরে দুই দিনব্যাপী শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস শুরু
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে দুইদিন ব্যাপী শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস বার্ষিক সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৷
৭ ডিসেম্বর সোমবার বিকেলে সেভ দি চিলড্রেন কালিয়াকৈর উপজেলার বিনোদন কেন্দ্র সোহাগ পল্লীর কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের শুরু হয় ৷
দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ডেপুটি স্পিকার ফজলে রাবি্ব মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি, কাজী রোজী এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, শামসুল আলম দুদু এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, কামরুন নাহার চৌধুরী এমপি, হোসনে আরা লুত্ফা ডালিয়া এমপি, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, সেফ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার চৌধুরী তাইয়ব, পরামর্শক বেলাল উদ্দিন, ম্যানেজার নাসিমা বেগম ও নজরুল ইসলাম প্রমুখ৷
আপলোড : ৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৪২ মিঃ