সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে দুই ট্রাকের মূখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-৫
নান্দাইলে দুই ট্রাকের মূখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-৫
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০৫মি.) ময়মনসিংহের নান্দাইলে দুই ট্রাকের মূখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দায়রাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে সুলায়মান মিয়া (২২) নিহত হয়।এসময় উভয় ট্রাকের কমপক্ষে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
গতকাল রবিবার ১১ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১২টার দিকে নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের চন্ডীপাশা স’মিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় ঘন কুয়াশার কারণে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫৭৭২) সাথে বিপরীত মূখী ময়মনসিংহগামী পাথর বোঝাই ট্রাকের(ঢাকা মট্রো ১৮৬৬৪৬) মূখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই কিশোরগঞ্জগামী ট্রাকের চালক সুলায়মান মিয়া নিহত হয়। এসময় অপর ট্রাকের চালকসহ কমপক্ষে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে দূর্ঘটনা কবলিত ট্রাক দু’টোকে উদ্ধার করে।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় ট্রাকের ভেতরে থাকা ৫ জন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার পর পরই নান্দাইল মডেল থানা পুলিশ ও চৌরাস্তা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাব্যাপি চেষ্টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে দেয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস আলী এ সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান,দূর্ঘটনায় নিহতের পরিচয় জানার পাশাপশি গুরুতর আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।সেইসাথে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।