সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » সেতুবিহীন সুনাই নদী: হাজারো মানুষের দুর্গতি
সেতুবিহীন সুনাই নদী: হাজারো মানুষের দুর্গতি
সিলেট প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.)সিলেটের বি:বাজার তিলপাড়া ইউপির সুনাই নদী পারপারে ভোগান্তিতে রয়েছেন উপজেলার তিন এলাকা (বিবিরাই, বিলবাড়ি ও কালাইম) মানুষ। ভোগান্তি নিরসনে ইউপিবাসীর দীর্ঘদিনের দাবী সুনাই নদীর উপর একটি সেতুর।
কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৪৮বছর পেরিয়ে গেলেও আজও সুনাই নদীর উপর নির্মিত হয়নি সেতু। আর সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। সময় মত যেতে পারছেন না স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ইউপি অফিসে। এছাড়া শিক্ষার্থীরা স্কুল, কলেজ এবং সাধারন মানুষ হাটবাজারে যেত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হয়ে।
বেশি ভোগান্তিতে পড়েছেন এলাকার মহিলা, স্কুলগামী শিক্ষার্থীরা। এছাড়াও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া পেশাজীবিরা প্রতিদিন ঝুঁকি নিয়ে দীর্ঘ সাকো পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
সুনাই নদীর আশেপাশের গ্রামবাসী নিজ উদ্যোগে যাতায়াতের জন্য বাঁশের সাকো তৈরী করেছেন। এ সাকো দিয়ে প্রতিদিন কয়েকশত মানুষ পারাপার করেন। বিশেষ করে মহিলা ও স্কুলগামী শিক্ষার্থীরা সাকো পার হতে গিয়ে বিপাকে পড়েন। সাকো পারাপারে প্রায়ই ঘটে দুর্ঘটনা। গ্রামবাসীর দাবি, দ্রুত সময়েরে মধ্যে এখানে একটি সেতু নির্মাণের।
ক্ষোভ প্রকাশ করে বিবিরাই গ্রামবাসীরা বলেন, এখানে একটি সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। এখানকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, চাকুরীজীবী ও বিভিন্ন পেশাজীবীর মানুষ সহ মুমূর্ষু রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সুয়াইব্বুদ্দিন জানান, সুনাই নদীর উপর সেতু নির্মাণ হলে যোগাযোগসহ এলাকার সর্বস্থরের মানুষ ব্যবসা-বানিজ্য, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও চাকুরীজীবীদের চলাচলে অনেক বাঁধা দূর হবে। ফলে নানান রকম ভোগান্তি থেকে রক্ষা পাবে এ অঞ্চলের অধিবাসীরা।
এ বিষয়ে আলাপকালে অভিযোগের সত্যতা স্বীকার করে তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, ‘এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সুনাই নদীতে সেতু নির্মাণের ব্যাপারে বিগত দিনে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও কোন ফল পাইনি। তবে এক্ষেত্রে আমি আবারো স্থানীয় এলাকাবাসী, মুরব্বিবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্যের সাথে আলাপ করে আবারোও নতুনভাবে আবেদন করবো।’