মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ির লোগাংয়ে মন্দির সম্প্রসারণ কাজ সম্পন্ন
পানছড়ির লোগাংয়ে মন্দির সম্প্রসারণ কাজ সম্পন্ন
পানছড়ি প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৩মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপির হেডম্যান বার্বারী পাড়া শিব মন্দিরের সম্প্রসারণ ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ৩ বিজিরি লোগাং জোনের বাস্তবায়নে এই কাজটি সম্পন্ন হয়েছে বলে জানাযায়। এ উপলক্ষে আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি’র লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান । মন্দিরের পুরোহিত আনন্দ মোহন সাধু জানায়, বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ ৩ বিজিবি’র আর্থিক সহায়তায় মন্দিরের সম্প্রসারণ ও সংস্কার কাজ শেষ হয়েছে। আর্থিক সহায়তা দিয়ে মন্দিরের সার্বিক সহযোগিতার জন্য তিনি জোন অধিনায়কের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হেডম্যান শুভ ধন রোয়াজা ও ইউপি সদস্য সুমতি লাল চাকমা।