মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ২৮ দোকান ভস্মিভূত
রাঙ্গাবালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : ২৮ দোকান ভস্মিভূত
পটুয়াখালী প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৩মি.) পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত একটা থেকে আগুনের সূত্রপাত হয়ে আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে চারটা পর্যন্ত আগুনের ভয়াবহতা চলতে থাকে। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ সময়ের মধ্যে একাধিক বড় ব্যবসায়ীসহ অন্তত ১৪টি ঘরসহ ২৮ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এর মধ্যে ছিল মুদি মনোহরি, কাপড়, গ্যাস সিলিন্ডার, ডিজেল -পেট্রোল, কসমেটিক্স ইত্যাদির দোকান। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের ব্যবসায়ী মো. সবুজ প্যাদার মুদি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আতঙ্কিত ওই বন্দরের ব্যবসায়ীরা এবং আশেপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায়। ততক্ষণে অন্তত ১৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির পরিমান তিন কোটি টাকা হতে পারে। ক্ষতিগ্রস্ত মোবাইল সার্ভিসিংয়ের দোকান মালিক শাকিল আহম্মেদ জানান , আগুনে মোর সবই পুইড়্যা গ্যাছে। পাইকারী ব্যবসায়ী মো. আব্বাস হাওলাদার জানান, তার ব্যবসা নতুন করে শুরু করা অসম্ভব হয়ে পড়বে।
আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক রাঙ্গাবালী থানার ওসি মিলন মিত্র ঘটনা স্থলে এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখযোগ্য কেই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছাননি। ওসি এ প্রসঙ্গে বলেন, রাত একটার দিকে সবুজ প্যাদার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ১৪টি ঘরসহ অন্তত ২৮ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।