বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নানা আয়োজনে বসন্ত বরণ
রাউজানে নানা আয়োজনে বসন্ত বরণ
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.০৪মি.) পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়-ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। আর এ বসন্তকে বরণ করে নিতে দেশ জুড়ে ছিলো নানা অনুষ্ঠানের আয়োজন। রাউজানেও এর প্রভাব বাদ পড়েনি বসন্তকে বরণ করতে গতকাল মঙ্গলবার সকাল থকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়।
এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ও নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজসহ গতকাল সকালে বসন্ত বরণ অায়োজন করেন নিজ নিজ প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক সংঘটনরা।
এই উপলক্ষ্যে বিকালে ১লা ফাল্গুন উপলক্ষে চুয়েট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সন্ধ্যায় কবিতায় বসন্তসন্ধ্যা আয়োজন করা হয়েছে। বসন্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের চেষ্টায় এ আয়োজনের করা হয়েছিল।
তবে এই অনুষ্ঠান গিরে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে ছিল অন্য রকম অায়োজন তার মধ্যে এতে শাড়ী-পাঞ্জাবী পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সেই সাথে কিছু গান প্রেমী শিক্ষক-শিক্ষিকাও অংশ নেয়।
এদিকে চুয়েটে বসন্তের অায়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের কবিতা প্রেমী ছাত্র-ছাত্রীগণ কবিতা পাঠ করেন। পরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে। এছাড়াও শিক্ষার্থীরা “ফাগুন কথন” শিরোনামে দেয়াল পত্রিকা প্রকাশ করেন।
এ ব্যাপারে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এম. কফিল উদ্দিন চৌধুরীর বলেন, বসন্ত এই ছোট অায়োজনে আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুব ভাল লেগেছে। বসন্তের এই অায়োজন যাতে অটুট থাকে তা আমরা কামনা করি।