বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সম্প্রীতি ও উন্নায়নে বিজিবি’র হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : লেঃ কর্ণেল আতিক চৌধুরী
সম্প্রীতি ও উন্নায়নে বিজিবি’র হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে : লেঃ কর্ণেল আতিক চৌধুরী
বরকল প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৫মি.) রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হরিণা জোন এর উদ্যোগে অসহায় ১০৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। আজ বুধবার সকালে মরাথেগা সাব জোন সদরে শীতের কম্বল বিতরণ করেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. আতিক চৌধুরী বিএসপি।
এ সময় উপস্থিত ছিলেন মরাথেগা সাব জোনের জোন কমান্ডার সুবেদার আবু সাইদসহ এলাকার কারবারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র নিতে আসা মো. বাবুল হোসেন ও উৎপল চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, শীতের প্রকোপ বেশি হওয়ায় আমাদের প্রত্যান্ত অঞ্চলে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত শীতে কাবু হচ্ছে একারণে অসুস্থ্য হয়ে পড়ছে এলাকার লোকজন। বিজিবি’র হরিণা জোন আমাদের শীত নীবারণের জন্য শীতবস্ত্র, অসুস্থ্যদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যান্ত প্রশংসনীয় বিজিবি’র এই কার্যক্রম।
শীতবস্ত্র বিতরণ কালে জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. আতিক চৌধুরী বিএসপি বলেন, পার্বত্য জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নায়নে বিজিবি’র হরিণা জোন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন উন্নায়ন মূলক কাজে নগদ টাকা প্রদান করার উদ্যোগ নিয়েছি। হরিণা জোনের জোন সদর ও প্রতিটি বিওপি/ সিআইও ক্যাম্প এর অধিনস্থ এলাকায় প্রায় ১১৬০টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন/ হরিণা জোন এর উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে এলাকাবাসিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।