বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮ ক্যাম্পেইন বন্ধে লিগ্যাল নোটিশ
লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮ ক্যাম্পেইন বন্ধে লিগ্যাল নোটিশ
প্রেস বিজ্ঞপ্তি :: (২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) আসন্ন লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮ প্রতিযোগিতা ও “দেখিয়ে দাও অদেখা তোমায় ” ক্যাম্পেইন বন্ধ করার জন্য ইউনিলিভার বাংলাদেশ ও চ্যানেল আইকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় কুরআন শিক্ষা মিশনের সভাপতি আলহাজ্ব লায়ন মুহম্মদ আবু বকর সিদ্দিক । বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মুহম্মদ আব্দুল হালীমের মাধ্যমে এই লিগ্যাল নোটিশটি আজ বুধবার রেজিস্টার্ড ডাকে পাঠানো হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, চ্যানেল আই আয়োজিত আসন্ন লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৮ প্রতিযোগিতা ও “দেখিয়ে দাও অদেখা তোমায় ” ক্যাম্পেইনটি অশালীন, অনৈতিক ও বাংলাদেশের আইন পরিপন্থী।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে শালীনতা ও নৈতিকতার স্বার্থে এবং আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে বাকস্বাধীনতা প্রদান করা হয়েছে। তথাকথিত সুন্দরী প্রতিযোগিতা ও এর বিজ্ঞাপনের মাধ্যমে সাংবিধানিক বিধিনিষেধ ও দেশের প্রচলিত আইন লঙ্ঘিত হয়েছে। Indecent Advertisements Prohibition Act 1963 অনুযায়ী, লাক্স চ্যানেল আই সুপার স্টার-২০১৮-এর “দেখিয়ে দাও অদেখা তোমায়” বিজ্ঞাপনটি আইনত অপরাধ হিসেবে গণ্য।
নোটিশে আরও বলা হয়, সাংবিধানিক ভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এই ধরনের অশালীন ও অনৈতিক কর্মকাণ্ড ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। নোটিশ প্রাপ্তির ৪ কর্মদিবসের মধ্যে ইউনিলিভার ও চ্যানেল আইয়ের এই “প্রতিযোগিতা ও বিজ্ঞাপনটি” বন্ধ না করলে নোটিশ দাতা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।