বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » কুমিল্লা » মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখায় কুমিল্লার এস.পি সেলিমকে সম্মাননা
মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখায় কুমিল্লার এস.পি সেলিমকে সম্মাননা
চট্টগ্রাম প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) সৃজনশীল জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও মুজিব আদর্শের চেতনাবাহী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দ আজ ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা জেলাধীন দেবিদ্বার থানাস্থ সার্কেল অফিসে কুমিল্লা সার্কেল এস.পি শেখ মোহাম্মদ সেলিম এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। এসময় মতবিনিময় কালে কুমিল্লা সার্কেল এস.পি শেখ মোহাম্মদ সেলিম বলেন, আজ বাংলাদেশ বিশ্বের একটি বিস্ময়কর দেশের নাম। উন্নত রাষ্ট্র সমূহের মত প্রযুক্তির ব্যবহারে এগিয়ে যাচ্ছে স্বপ্নের বাংলাদেশ। উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ আজ স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। তিনি আরো বলেন, আজ বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র নয়। এখন বাংলাদেশ প্রযুক্তির ফলে ডিজিটাল বাংলাদেশ। আগামী প্রজন্মরাই দেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করবে বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে। তাই আগামী প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল পেতে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে আরো মনোযোগী হতে হবে। সংগঠনের প্রতিষ্ঠাতা স.ম. জিয়াউর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি এস.এম লিয়াকত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী সঞ্জয় কুমার দাশ, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ দে রিপন, সদস্য কুতুব উদ্দিন রাজু, মোঃ মোবিন সিকদার, সুভাষ চৌধুরী টাংকু, শেখ আব্দুল্লাহ শেকাব ও মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ। মতবিনিময় শেষে কুমিল্লা সার্কেল এস.পি শেখ মোহাম্মদ সেলিম মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে স্মারক সম্মাননা উপহার দেওয়া হয়।