শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » গফরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১ শ্রমিক নিহত : আহত-৮
গফরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১ শ্রমিক নিহত : আহত-৮
ময়মনসিংহ অফিস :: (৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০২মি.) ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে জাহান আলী (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৮ জন শ্রমিক।
আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের খান বাহাদুর ইসমাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পৌর শহরের খান বাহাদুর ইসমাইল রোডে ময়মনসিংহ জেলা পরিষদের একটি মিলনায়তনের ছাদের নির্মাণ কাজ চলছিল। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে নিজ নিজ কর্মে নিয়োজিত থাকার সময় হঠাৎ করেই দু তলার ছাদের একাংশ ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ছল্লাপুর গ্রামের শ্রমিক জাহান আলী নিহত হন।
এসময় আহত হন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কেষ্টপুর গ্রামের আনোয়ার হোসেন (২২), বেন্নাকান্দা গ্রাামের নজরুল ইসলাম (৩১) ও আলমগীর, নেত্রকোনা সদর উপজেলার আব্দুল হামিদ (২০), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামের নাজিম উদ্দিন (১৮) ও আজহারুল (১৯),গফরগাঁও উপজেলার নিধিয়ার চর গ্রামের কাঞ্চন (২০) ও বিপুল (২০) এবং চরমছলন্দ গ্রামের আজহার (১৮)। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতরা সকলেই ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রতন এন্টারপ্রাইজের শ্রমিক বলে স্থানীয়রা জানান।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুপুর ১টা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়। এ সময়ের মধ্যে ধসে পড়া ছাদের নিচে আর কোনও শ্রমিক না থাকায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি)) আবদুল আহাদ খান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, কাজ করার সময় হঠাৎ করেই দু তলার ছাদের একাংশ ধ্বসে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অন্য আরও ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।