শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচি চলছে
খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচি চলছে
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫০মি.) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিএনপি‘র গণস্বাক্ষর কর্মসূচি চলছে।আজ আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে জেলা শহরের মিল্লাত চত্বরে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি কর্মসূচিতে বাঙ্গালিদের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর গৃহিনী, দিনমজুর ও কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে গণস্বাক্ষর করতে দেখা গেছে।
এ বিষয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌর সভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে দাবি করে বলেন, সাজানো মিথ্যা মামলায় আটক বিএনপি‘র চেয়ারপার্সস বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সময়ে দাবি।
এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচারী মারমা, অনিমেষ দেওয়ান নন্দিত, মংসুথোয়াই চৌধুরী, মোসলেম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, খনি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ন-সম্পাদক সাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি আব্দুল গফুর তালুকদার, সাধারণ সম্পাদ নীলপদ চাকমাসহ বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।