সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » প্রতারণা সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রতারণা সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) সিলেটের বিশ্বনাথে এক প্রতারকের প্রতারণা সহ্য করতে না পেরে তাছলিমা খানম রিমা (১৬) নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা অভিযোগ পাওয়া গেছে। নিহত রিমা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, লামাকাজী ইউনিয়নের বিদ্যাপতি (কেশবপুর) গ্রামের ডাক্তার শাহানুর হোসাইন’র মেয়ে। গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে নিজ ওড়না গলায় পেছিয়ে সে আত্মহত্যা করে। রিমা ‘সিলেট মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে’র একাদশ শ্রেনীতে অধ্যায়নরত ছিলো।
রিমা’র পিতা শাহানুর হোসাইনের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র ও লামাকাজী ইউনিয়ন পরিষদের তথ্য ই সেবা কেন্দ্রের উদ্যোক্তা সুমন আহমদ তার মেয়ে রিমা’কে রাস্তাঘাটে প্রায় সময় উত্যক্ত করতো। এঘটনায় তার (সুমনের) পরিবারের সদস্যদের একাধিকবার অবগত করা হয়েছে। তাতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অবশেষে গত ১৪ জানুয়ারী প্রতারণার মাধ্যমে দেখা করে মোবাইলে রিমার আপত্তিকর ছবি ধারণ করে নেয় সুমন। এরপর ছবিটি ফেসবুকে পোষ্ট করার ভয় দেখিয়ে রিমা’কে জিম্মি করে অন্যত্র (সুনমাগঞ্জ শহরে) নিয়ে যায়। ওই দিন দুপুর ১২টায় রিমার বড় ভাই আকমল হোসাইন (১৯) এর মোবাইল ফোনে প্রতারক সুমন মেসেজ দিয়ে জানায় যে রিমা তার জিম্মায় রয়েছে। মেসেজ পেয়ে রাতে শাহানুর হোসাইন সেখানে গিয়ে তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মোবাইলে আপত্তিকর ছবি তোলে প্রতারণা অপমান সহ্য করতে না পারায় শুক্রবার রাতে রিমা আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন। এই প্রতারণার সুষ্টু বিচার চেয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শাহানুর হোসাইন ।
ময়না তদন্ত শেষে গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পারিবারিক কবরস্থানে রিমার দাফন সম্পন্ন করা হয়েছে।
এব্যাপারে থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, শাহানুর হোসাইন বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলা নং-০২ তারিখ ১৭/০২/২০১৮ ইং।
এ ব্যাপারে সুমনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।