মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৪ : আহত-২
গৌরীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৪ : আহত-২
ময়মনসিংহ অফিস :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় শ্যামল ছায়া নামে যাত্রীবাহী এক বাসের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার রামগোপালপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় নিহত ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর রসুলপুর গ্রামের আব্দুল কাদির মাস্টারের ছেলে সিএনজি চালক জহিরুল (৩৫), ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আবু তাহেরের ছেলে কলেজ ছাত্র নাঈমুর আশরাফ রিয়াদ (২০),ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের তারিকুর রহমান শ্যামল (৩২) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরিচপুর গ্রামের মৃত আব্দুল গণি মাস্টারের ছেলে এনায়েতুজ্জামান হিরু (৪৮)কে তাদের স্বজনরা ঘটনাস্থলে এসে দেখে নিশ্চিত করেছেন।
গুরুতর আহত সিএনজি যাত্রীরা হলেন নিহত নাঈমুর রহমান রিয়াদের ভাই রুবায়েত আহমেদ বাবু (১৫) ও ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ী ইউনিয়নের টিপরা গ্রামের হারুন (৪২)। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রামগোপালপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে পারভেজ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান,ওই সময়ে কিশোরগঞ্জগামী শ্যামলা ছায়া ( ঢাকা মেট্রো-জ-১৪-০৪৪০) বাসের সাথে ময়মনসিংহগামী (ময়মনসিংহ-থ-১১-২৮৯৪) সিএনজিটি ক্রস করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ ৪ জন যাত্রী নিহত ও আহত হয় আরো ২ জন যাত্রী।
তিনি আরও বলেন সিএনজি চালকের ভুলের কারণে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তবে এ দুর্ঘটনায় কোন বাসযাত্রী হতাহত হয়নি। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজির ভেতর থেকে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত যাত্রীদের লাশ উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন যাত্রীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।